স্টাফ রিপোর্টারঃ বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি, কুলাউড়া পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী মো. শাহজান মিয়ার পৃষ্ঠপোষকতায় ও সোনার বাংলা যুবসংঘের আয়োজনে চলতি কুলাউড়া ক্রিকেট লীগ (KCL) ২০২০ সিজন-২ এর মেঘা ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনালে ফিদা এন্টারপ্রাইজকে হারিয়ে ইলেভেন স্টার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
সোমবার (৯ মার্চ) বিকেলে কুলাউড়া পৌর শহরের আলালপুরস্থ সোনার বাংলা যুবসংঘ মাঠে কেসিএল পরিচালনা পর্ষদের আয়োজনে ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে মুহিব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. শাহজান মিয়া, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, সাবেক ছাত্রনেতা অহিদ বকস মান্না, খালেদ খাঁন ক্রিড়া চক্রের চেয়ারম্যান খালেদ খাঁন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন লীগ পরিচালনা কমিটির সদস্য - আব্দুল কাইয়ুম মিন্টু, মনজুরুল আমীন, লিটু চৌধুরী, ফারহান আহমদ, রায়হান আহমদ, রুকন উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা প্রাইজমানিসহ ট্রফি ও রানার্সআপ দল পাবে ১৫ হাজার টাকা প্রাইজমানিসহ ট্রফি প্রদান করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন লীগ পরিচালনা কমিটির সদস্য - আব্দুল কাইয়ুম মিন্টু, মনজুরুল আমীন, লিটু চৌধুরী, ফারহান আহমদ, রায়হান আহমদ, রুকন উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা প্রাইজমানিসহ ট্রফি ও রানার্সআপ দল পাবে ১৫ হাজার টাকা প্রাইজমানিসহ ট্রফি প্রদান করা হয়।