বিশ্বকাপ জয়ে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৭৮ রান


স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জয়ের ঘ্রাণ পাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বিশ্বকাপ ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ভারত গুটিয়ে গেছে মাত্র ১৭৭ রানে। বাংলাদেশের সামনে লক্ষ্য ১৭৮ রান, ইতিহাস গড়তে প্রয়োজন ওভারপ্রতি মাত্র ৩.৫ রান।বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানদের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই রান কিছুই না। অঘটন না ঘটলে নিশ্চিতভাবেই বিশ্বকাপ এবার টাইগারদের ঘরেই আসছে।

ব্যাট করতে নেমে ভারত প্রথম ধাক্কা খায় দলীয় ৯ রানে, সাজঘরে ফেরেন ওপেনার সাক্সেনা। এরপর ধীরে সুস্থে খেলে ভারত ৩৯ ওভার পর্যন্ত তোলে ১৫৬ রান, হারায় মাত্র দুইটি উইকেট। ১৫৬ রানেই পরপর পড়ে দুই উইকেট, ড্রেসিংরুমে ফেরেন সর্বোচ্চ ৮৮ রান করা জয়সওয়াল এবং ভীর। এবারের ধাক্কা আর সামলাতে পারে নি ভারত। টাইগার যুবাদের উজ্জীবিত বোলিংয়ে ভারতীয় ইনিংসের যতি পড়ে ১৭৭ রানে। বাংলাদেশের পক্ষে বল করেছেন ছয়জন বোলার, এর মধ্যে চারজনের ইকোনমি রেটই সাড়ে তিনের নিচে। দলের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন অভিষেক দাস।

Post a Comment

Previous Post Next Post