বাংলাদেশিদের জন্য খুলল কাতারের শ্রমবাজার


অনলাইন ডেস্কঃ বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে দিয়েছে কাতার। বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, দোহায় অনুষ্ঠিত এক যৌথ কারিগরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজার নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন।

গত প্রায় নয় মাস ধরে কাতারে বাংলাদেশী শ্রমিক নিয়োগ বন্ধ আছে। ২০২২ সালের বিশ্বকাপকে সামনে রেখে দেশটিতে বিশাল কর্মযজ্ঞ চলছে। এ অবস্থায় বিপুল সংখ্যক বিদেশী শ্রমিক সেখানে কাজের সুযোগ পেলেও বাংলাদেশী শ্রমিকরা সুযোগবঞ্চিত ছিলেন। দেশটিতে শ্রম বাজার খুলতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে আসছিল।

Post a Comment

Previous Post Next Post