অনলাইন ডেস্কঃ আগুনে একটি বাড়ির ১২টি ঘর ও টিভি ফ্রিজসহ মালামাল পুড়ে গেছে। আগুনে ঘরে থাকা যাবতীয় মালামাল পুড়ে গেলেও কোরআন শরীফ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরে সোমবার (১০ ফেব্রুয়ারি)। বাড়ির মালিকের ছেলে অনিক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভানোর পর একটি কক্ষ থেকে অক্ষত অবস্থায় একটি কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ই জানান, বেলা ২টার দিকে মহানগরের ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার তোফাজ্জল হোসেনের বসতবাড়িতে আগুন লাগে। আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এরমধ্যে ১২টি ঘর ও আসবাবপত্র, ফ্রিজ ও টিভিসহ মালামাল পুড়ে যায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ই জানান, বেলা ২টার দিকে মহানগরের ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার তোফাজ্জল হোসেনের বসতবাড়িতে আগুন লাগে। আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এরমধ্যে ১২টি ঘর ও আসবাবপত্র, ফ্রিজ ও টিভিসহ মালামাল পুড়ে যায়।
