মহাশূন্যে ৩২৮ দিন থেকে ক্রিস্টিনার রেকর্ড


অনলাইন ডেস্কঃ মহাশূন্যে টানা ৩২৮ দিন থেকে রেকর্ড করেছেন মার্কিন প্রকৌশলী ক্রিস্টিনা কচ। নারী হিসেবে সর্বোচ্চ সময় মহাকাশে থাকার রেকর্ড এখন তার।

গত বছরের ১৪ মার্চ পৃথিবী ছেড়েছিলেন এ নভোচারী। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৩২৮ দিন ছিলেন তিনি। তার সঙ্গেই পৃথিবীতে ফিরেছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির নুকা পারমিটানো এবং রাশিয়ান স্পেস এজেন্সির আলেকজান্ডার সোভোস্তভ।

এর আগে নারীদের মধ্যে রেকর্ড ছিল পেগি উইটসনের। তিনি টানা ২৮৮ দিন মহাকাশে অবস্থান করেছিলেন।

রেকর্ড গড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় ভাসছেন ক্রিস্টিনা।

Post a Comment

Previous Post Next Post