রক্তাক্ত দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৪


অনলাইন ডেস্কঃ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধী ও সমর্থনকারী দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।
ভারতের দিল্লীতে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে সংঘর্ষে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। উত্তরপূর্ব দিল্লিতে কারফিউ জারি থাকলেও মৃতের সংখ্যা বাড়ছেই। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) সকালে দিল্লীর কয়েকটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।  এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন দুই শতাধিক ব্যক্তি।

সংঘর্ষে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।

গত দুইদিনের সংঘর্ষের পর দিল্লী আজ তুলনামূলকভাবে শান্ত। তবে, উত্তেজনা এখনও রয়েছে।

এদিকে, সহিংসতা ছড়িয়ে পড়ার পেছনে চার বিজেপি নেতার বিদ্বেষমূলক বক্তব্যকে সন্দেহ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যে বিচারক- তাকে বদলি করা হয়েছে। গত রাতে এক আদেশে জানানো হয় দিল্লী হাইকোর্টের বিচারক মুরালিধরকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করেছেন রাষ্ট্রপতি।  ওই চার বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা আজই বিচারক মুরালিধরের বেঞ্চে জানানোর কথা ছিল।

এ সিদ্ধান্তকে লজ্জাজনক আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী।

Post a Comment

Previous Post Next Post