এক ম্যাচে দু’বার লালকার্ড!


স্পোর্টস ডেস্কঃ একই ফুটবলারকে দুবার লালকার্ড দেখানোর অদ্ভুত ঘটনা ঘটেছে স্পেনের পেশাদার লিগের দ্বিতীয় স্তরে। রবিবার (২ ফেব্রুয়ারি) ফিউয়েনলাব্রাদা-জিরোনা ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করায় মিডফিল্ডার ক্রিস্তোবাল মার্কেজ ক্রেসপোকে সরাসরি লালকার্ড দেখান রেফারি। সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে মার্কেজ চলে যান ড্রেসিং রুমে।

এদিকে, নিজের সিদ্ধান্ত পর্যালোচনা করতে ভিএআরের সাহায্য নেন রেফারি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তিনি বুঝতে পারেন, ফাউলটি বিপজ্জনক ছিল না। তাই সিদ্ধান্ত পাল্টে তিনি ডেকে পাঠান মার্কেজকে। আর লালকার্ডের পরিবর্তে রেফারি তাকে দেখান হলুদ কার্ড।

মাঠে ঢুকেই জিরোনার অ্যালেক্স গারনেলের সঙ্গে মাথা ঠোকাঠুকি করেন মার্কেজ। দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। আর দ্বিতীয় হলুদ কার্ড দেখায় স্বাভাবিকভাবেই মাঠ ছাড়তে হয় মার্কেজকে। মিনিট চারেকের মধ্যে দুবার লালকার্ড পাওয়ায় আবার টানেল দিয়ে অদৃশ্য হয়ে যান তিনি!

Post a Comment

Previous Post Next Post