সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ইরফান পাঠান


স্পোর্টস ডেস্ক: সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার ইরফান পাঠান। ২০১২ সালে ভারতের হয়ে সবশেষ খেলেছিলেন ইরফান। ২০১৭ সালের পর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দল পাননি তিনি।

অপেক্ষায় ছিলেন দেশের হয়ে আবারও প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। কিন্তু সেই সুযোগ না পাওয়ায় শনিবার সব ধরনের ক্রিকেটকেই বিদায় বলে দেন ইরফান পাঠান।

ভারতের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে আর ২৪টি টি-টোয়োন্টি ম্যাচ খেলার সুযোগ পান ইরফান। দেশের হয়ে তিন ফরম্যাটে ১৭৩ ম্যাচ খেলে ব্যাট হাতে এক সেঞ্চুরি আর ১১টি ফিফটির সাহায্যে করেন ২ হাজার ৮২১ রান, আর বল হাতে শিকার করেন ৩০১ উইকেট।

পেশাদার ক্রিকেটে না থাকলেও খেলার সঙ্গেই জড়িয়ে আছেন পাঠান। বর্তমানে জম্মু-কাশ্মীরের ক্রিকেটের উন্নয়নে কাজ করছেন ভারতীয় এ তারকা অলরাউন্ডার।

Post a Comment

Previous Post Next Post