জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্ত: বিভাগ চালু


বিশেষ প্রতিনিধিঃ জুড়ী উপজেলায় ৫০ শষ্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শষ্যা দিয়ে চালু হলো অন্ত:বিভাগ ও জরুরী বিভাগের সেবা।

১২ জানুয়ারি সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩য় তলায় ১০ শষ্যা পুরুষ ও ১০ শষ্যা মহিলা এই দু’টি ইউনিট উদ্বোধন করেন প্রধান অতিথি।

উদ্বোধনী আলোচনা সভায় ডা. ইমরান হোসাইনের পরিচালনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের সভাপতিত্বে  প্রধান অতিরি বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রি মো. শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের পরিচালক ডা. দেবপদ রায়, মৌলভীবাজার সিভিল সার্জন ডা. শাহ জাহান কবির চৌধুরী, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বনিক, ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, যোদ্ধাআহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, যুবলীগ সভাপতি মামুনুর রসিদ সাজু প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সমাজিক ও বিভিন্ন শ্রেনী প্রেশার নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post