নিউজ ডেস্কঃ
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ছড়া-কবিতায় ও গল্প সাহিত্যের মাধ্যমে নতুন
প্রজন্মের কাছে তুলে ধরতে প্রয়াস চালিয়ে যাচ্ছেন মৌলভীবাজারের কুলাউড়ার
কৃতি সন্তান লেখিকা সাহানুকা হাসান শিখা। নিজের সাহিত্য মননের মাধ্যমে
মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মজীবনী এবং
ভূমিকা নিয়ে প্রকাশ করেছেন গল্প ও কবিতা। দীর্ঘদিন সাহিত্যচর্চার মাধ্যমে
২০১২ সাল থেকে যৌথ সম্পাদনায় প্রকাশ পেয়েছে একাধিক কাব্যগ্রন্থ। এরপর একক
সম্পাদনায় কাব্যগ্রন্থ ‘ধূপশিখা’ দিয়ে আত্মপ্রকাশ হয় । সাহিত্যচর্চায়
দক্ষতা ও অবদানের জন্য পেয়েছেন বিশেষ স্বীকৃতি। সাহিত্য অঙ্গনে দ্যুতি
ছড়িয়ে যাচ্ছেন শিখা।
চলতি
বছরের একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে সাহানুকা হাসান শিখা সম্পাদিত
প্রবন্ধ ‘ছোটদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শিরোনামে ৪র্থ বই। এই বইতে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশ এবং জাতির জন্য
বিশেষ অবদান আলোকপাত করা হয়েছে। অবশেষে ২০১৭ সালে একুশে বইমেলায় প্রকাশ
পায় কবিতার বই ‘ধূপশিখা’। এছাড়াও শিশুদের ছড়ার বই ‘ আকাশ কুসুম কল্পনা’ ও
‘হৃদয়ে বঙ্গবন্ধু’ প্রকাশিত হয়েছে।
১৯৬৫
সালে অভিজাত মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সাহানুকা হাসান
শিখা। তাঁর পৈত্রিক নিবাস জেলার কুলাউড়া উপজেলার মিনার মহলে। তাঁর পিতা
মরহুম সৈয়দ হাসান আলী ছিলেন পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার আলীনগরের
উচ্চপদস্থ কর্মকর্তা। মাতা মরহুম জেবুননেছা খানম ছিলেন একজন সুগৃহিণী।
পড়ালেখায় থাকাবস্থায় অল্প বয়সে বীর মুক্তিযোদ্ধা মো. শাহাব উদ্দিনের সাথে
বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পরও থেমে থাকেননি তিনি। সংসারের পাশাপাশি
নিজের পড়ালেখা সম্পন্ন করেন সাহানুকা হাসান শিখা। সাহিত্যচর্চায় দক্ষতা ও
অবদানের জন্য কলকাতায় বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমী থেকে কাব্য ভারতী
উপাধীতে ভূষিত হোন তিনি। বর্তমানে স্বামী ও তিন কন্যা সন্তানসহ
যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দেশ এবং মানুষের মধ্যে সাহিত্যের প্রভা ছড়িয়ে
দেয়ার প্রয়াস তাঁর মন ও মগজে।