সিলেটের ওসমানী বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি


অনলাইন ডেস্কঃ প্রবাসীদের আনাগোণার কারণে সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরটি বেশ ব্যস্ত থাকে সবসময়। এই বিমানবন্দরে জারি করা হল জরুরি সতর্কতা। জানা গেছে চীনে ছড়িয়ে পড়া সেই রহস্যময় ভাইরাসের কারণেই জারি করা হয়েছে এই সতর্কতা। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষ এ কথা গণমাধ্যমকে জানায়।

ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বলেন, চীনের সঙ্গে সিলেটের সরাসরি ফ্লাইট নেই। সেখান থেকে কেউ এলে ঢাকা হয়ে আসতে হয়। তবে ভাইরাস এলার্মিংয়ের কারণে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেয়া হচ্ছে। সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. নুরে আলম শামীম বলেন, ওসমানী বিমানবন্দরে সব সময়ই স্বাস্থ্য বিভাগের একটি টিম কাজ করে। তবে চীনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় আরও সতর্ক রয়েছি আমরা। মঙ্গলবার সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা সিরাজাম মুনির বিমানবন্দর পরিদর্শন করেছেন বলেও জানিয়েছেন তিনি

Post a Comment

Previous Post Next Post