হিফজুর রহমান তুহিনঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাও: ইকবাল হোসেন, ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল কাদির, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শাব্বির এলাহী, শাহীন আহমেদ প্রমূখ।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাও: ইকবাল হোসেন, ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল কাদির, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শাব্বির এলাহী, শাহীন আহমেদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, এনজিও কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা চালানোর আহবান জানান।