মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারী বুধবার বিকেলে একাটুনা বড়তলা মেলা ও ঘোড়াদৌড় কমিটির আয়োজনে বড়তলা মাঠে ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঘৌড়দৌড়ে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার মোট ১৬টি ঘোড়া অংশ নেয়। এতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মামু-ভাগনা ঘোড়া প্রথম স্থান অধিকার করে। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ২য় স্থান অধিকার করে গোলাম মোস্তফার ঘোড়া ও সুনামগঞ্জ সদর উপজেলার লিফছন মিয়ার ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।
পরে ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানের সভাপতিত্বে ও ইউপি সদস্য মনিরুল ইসলাম ইমনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাউর রহমান। প্রথম পুরষ্কার একটি ফ্রিজ, দ্বিতীয় পুরষ্কার ৩২” এলইডি টেলিভিশন ও তৃতীয় পুরষ্কার ২৪” এলইডি টেলিভিশন দেয়া হয়।

Post a Comment

Previous Post Next Post