‘বাঙালির প্রতিটি অর্জনে ছাত্রলীগের বড় ভূমিকা আছে'


নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বাঙালির প্রতিটি অর্জনে ছাত্রলীগের বড় ভূমিকা আছে। শহীদদের তালিকা যদি করি, তাহলে সেখানেও আছেন ছাত্রলীগের কর্মীরা। জাতির যেকোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ আজ শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, ‘এ সংগঠন গড়ে তুলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্রলীগের যে ঐতিহ্য, তা মনে রাখতে হবে। মনে রেখেই একজন কর্মী হিসেবে আচার–আচরণ করা উচিত। এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে, যাতে দেশ ও জাতির বিশ্বাস অর্জন করে চলতে পারে।’ এসময় শেখ হাসিনা দাবি করে বলেন, ‘জিয়া, এরশাদ ও খালেদা জিয়ারা মেধাবী ছাত্রদের ব্যবহার করেছেন। ক্ষমতাকে কুক্ষিগত করার কাজে লাগিয়েছেন ছাত্রজীবনকে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রলীগের বহু নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জাতির যে কোনো ক্রান্তিলগ্নে ভূমিকা রেখেছে ছাত্রলীগ। প্রত্যেক কর্মীকে সে ইতিহাস জানতে হবে। আচরণ, চলাফেরা সেভাবেই করতে হবে। দেশের মানুষের আস্থা অর্জন করতে হবে।’ এই অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণ দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আজ থেকে ভারমুক্ত করে দিলাম।’ এসময় তিনি দুই নেতাকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

Post a Comment

Previous Post Next Post