বিশেষ প্রতিনিধিঃ সরকারী চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সোমবার রাতে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি ও সংরক্ষিত মৌলভীবাজার-হবিগঞ্জ-৩৬ আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দীনকে পৃথকভাবে ৮ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১১-২০ গ্রেডের সরকারী চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদের সদস্য সজল বিশ্বাস, জেলা আহ্বায়ক মামসাদ হোসেন, সদস্য সচিব সুমন দোষাদ, মহসিন খান, নিত্যানন্দ দেব সনেট, সুমন মালাকার ও রমজান আলী প্রমুখ।
উল্লেখযোগ্য দাবি সমূহের মধ্যে হল, ২০১৫ সালে প্রদত্ত ৮ম পে-স্কেল সংশোধন সহ বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানোর দাবি তোলা হয়। পাশাপাশি এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করে সকল পদে পদোন্নতি বা ০৫ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করার দাবি তোলেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ১১-২০ গ্রেডের সরকারী চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদের সদস্য সজল বিশ্বাস, জেলা আহ্বায়ক মামসাদ হোসেন, সদস্য সচিব সুমন দোষাদ, মহসিন খান, নিত্যানন্দ দেব সনেট, সুমন মালাকার ও রমজান আলী প্রমুখ।
উল্লেখযোগ্য দাবি সমূহের মধ্যে হল, ২০১৫ সালে প্রদত্ত ৮ম পে-স্কেল সংশোধন সহ বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানোর দাবি তোলা হয়। পাশাপাশি এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করে সকল পদে পদোন্নতি বা ০৫ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করার দাবি তোলেন নেতৃবৃন্দ।