কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে বার্ষিক মিলাদ অনুষ্ঠিত


কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ জানুয়ারি সকালে বিদ্যালয় প্রাঙ্গনে মিলাদ মাহফিল উপলক্ষে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, রমুজ মিয়া, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়। সবশেষে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ও সকল শিক্ষার্থীদের জন্য মোনাজাত করা হয়।

Post a Comment

Previous Post Next Post