কুলাউড়ায় সীমান্তে অস্ত্রসহ ভারতীয় নাগরিক আটক


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় অস্ত্রসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় কুলাউড়ার আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় এ নাগরিককে আটক করে রাতে কুলাউড়া থানায় সোপর্দ করে।

আটককৃত ভারতীয় নাগরিক হলেন ভারতের কৈলাশহর জেলার লক্ষ্মীপুর থানার টিলাগাঁও গ্রামের বাসিন্দা মৃত ওয়াদ উল্লা’র ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিক মো. আশিক আলী (৩৫) কে ভারতীয় অস্ত্র (এসডিবি, মডেল-৯৫ সিএল ৪.৫ এমএম (৭৭) এয়ারগান) ও ভারতীয় ১২ হাজার ৯০০ টাকার বিভিন্ন মালামাল জব্দ করা হয়। রাত ৯টায় বিজিবির সদস্যরা ভারতীয় নাগরিক আশিককে কুলাউড়া থানায় নিয়ে আসেন।

আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিককে শিকড়িয়া গ্রাম থেকে আটক করা হয়। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তী জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Post a Comment

Previous Post Next Post