শখ–নোবেলের ‘বি পজিটিভ’


বিনোদন ডেস্ক: জনপ্রিয় দুই তারকা নোবেল ও শখ দম্পতিকে নিয়ে শুরু হয়েছে নাটক ‘বি পজিটিভ’। এতে মেয়ের ভূমিকায় অভিনয় করেছে অয়ন্যা।
গত শুক্রবার ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং শুরু হয়েছে।

ইতিবাচক গল্পের নাটক ‘বি পজেটিভ’। সেখানে শখ ও নোবেলের সংসারের গল্পের অন্তরালে রয়েছে সমাজের নানা বাস্তব অসংগতির ছবি। নাটকে নোবেল একজন নিষ্ঠাবান চাকরিজীবী।

গত বছর নোবেল ও শখ অভিনয় করেছিলেন ‘অহংকার’ নামের এক নাটকে। আরটিভিতে হয় ঈদুল আজহায় প্রচারিত হয় নাটকটি।
আবারও একই জুটি কাজ করলেন ‘বি পজেটিভ’ নামের নাটকে।

নোবেল বলেন, নাটকের গল্পের সঙ্গে বাস্তবতার চরম মিল রয়েছে। শখের সঙ্গে আগেও বিজ্ঞাপন ও কিছু নাটকে কাজ করেছি। সে ভালো কাজ করে। নাটকের গল্পটি লিখেছেন সাব্বির চৌধুরী, প্রযোজকও তিনি। পরিচালনা করছেন রূপক বিন রউফ। আগামী ঈদুল ফিতরে আরটিভিতে দেখা যাবে নাটকটি।

Post a Comment

Previous Post Next Post