ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত ৬০


অনলাইন ডেস্ক: ইয়েমেনের মারিব শহরের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। শনিবারের এই হামলায় ৬০ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন এমনটাই জানিয়েছে। তবে হুতিদের পক্ষ থেকে এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ ব্যাপারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

উল্লেখ্য, ইয়েমেনের মূলত ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০১৫ সাল থেকেই ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর আল-হাদির সরকারকে সহায়তার জন্য হুতিদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে হুতিদের দাবি ইয়েমেনে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তারা।
সূত্র: রয়টার্স

Post a Comment

Previous Post Next Post