মৌলভীবাজারে মুজিববর্ষ নিয়ে বঙ্গবন্ধু পাঠ চক্র


বিশেষ প্রতিনিধিঃ ইংরেজি নববর্ষের শুরুতে মুজিববর্ষে পদার্পনের প্রারম্ভে জেলা প্রশাসন মৌলভীবাজার উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার রূপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে স্মরন করতে নিয়মিত বঙ্গবন্ধু পাঠ চক্র অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৯টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়মিত পাঠচক্রের মাধ্যমে স্মরন করতে সরকারি কর্মকর্তাবৃন্দ সমবেত হন। পাঠ চক্র অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: রুকন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনূর রশিদ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানাসহ জেলা পর্যায়ের উদ্ধতন কর্মকর্তা ও নিবাহী ম্যাজিষ্ট্রেটগন উপস্থিত ছিলেন।  জাতির পিতার অনন্য ত্যাগ, তাঁর সংগ্রামমুখর জীবন ও কর্ম এবং বাঙালির প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসার অনবদ্য আখ্যান হলো তাঁর রচিত গ্রন্থসমূহ। জাতির পিতা রচিত ও তাঁকে নিবেদিত গ্রন্থসমূহ থেকে পাঠ করে নবীন কর্মকর্তাদের দেশসেবায় আরো নিবেদিতপ্রাণ হতে এবং জাতির পিতার জীবনদর্শন কে দেশ দেশান্তরে ছড়িয়ে দিতে  জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা ও  কর্মচারিদের অনুরোধ জানান।

Post a Comment

Previous Post Next Post