ব্রাজিলে তীব্র ঝড় ও ভূমিধ্বস, নিহত ৩০


অনলাইন ডেস্কঃ তীব্র ঝড় এবং ভূমিধ্বসে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।। শনিবার এই তথ্য জানানো হয়।

এ ব্যাপারে দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, তীব্র ঝড় এবং ভূমি ধ্বসের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিখোঁজ রয়েছেন এবং প্রায় সাড়ে তিন হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মিনাস গেরাইস রাজ্যে এ বছর প্রবল বৃষ্টি হয়েছে যা গত ১১০ বছরের রেকর্ডকেও হার মানিয়েছে।
এদিকে ব্রাজিলের রাজধানী রিও ডে জেনিরো এবং এসপিরিটো সান্টো রাজ্যও বন্যা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে ।

Post a Comment

Previous Post Next Post