ইরাকে বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ


অনলাইন ডেস্কঃ ইরানের কিংবদন্তি জেমারেল কাসেম সোলাইমানি ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। একই প্রেক্ষিতে ইরাকে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরাকের চলমান নিরাপদহীন অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরাকস্থ সকল বাংলাদেশি প্রবাসীদের বিশেষ প্রয়োজন ব্যতীত কর্মস্থল ও বাসস্থান ছাড়া যত্রতত্র যাতায়াত, সকল সভা-সমাবেশ ও গোলযোগপূর্ণ পরিবেশ এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এতে আরও বলা হয়, প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদানের জন্য সপ্তাহে সাত দিন ২৪ঘণ্টা বাংলাদেশ দূতাবাস খোলা থাকবে।

Post a Comment

Previous Post Next Post