বিশেষ প্রতিনিধিঃ বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ খাসিয়া পুঞ্জিতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে প্রাক বড়দিন পালিত হয়েছে।
২১ ডিসেম্বর শনিবার এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকল্পের দুই শতাধিক শিশু ও তাদের বাবা-মাকে বাৎসরিক উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শিশু উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান প্রবীনসন সুছিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা টারজেন পাপাংয়ের পরিচালনায় প্রি-খ্রিষ্টমাস ডে’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপহার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখার সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরমচাল লুমডনবক মিশনের সাধারণ সম্পাদক লাভলী সুছিয়াং, দৈনিক যুগান্তর বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, মাধব ও ৭নং খাসিয়া পুঞ্জির মন্ত্রী ওয়ানবর লঃডঃ কিরি, সহকারী মন্ত্রী নলিয়াস বারে, বরমচাল মিশনের প্রতিনিধি মিথুন নাথ, শিশু উন্নয়ন প্রকল্প বরমচালের প্রকল্প কর্মকর্তা পিউস পঃসনা, ইউপি মেম্বার মদন সাহা, সমাজসেবক জমির হোসেন, ৭নং খাসিয়া পুঞ্জি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পাইলট মারলিয়া প্রমুখ।
২১ ডিসেম্বর শনিবার এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকল্পের দুই শতাধিক শিশু ও তাদের বাবা-মাকে বাৎসরিক উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শিশু উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান প্রবীনসন সুছিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা টারজেন পাপাংয়ের পরিচালনায় প্রি-খ্রিষ্টমাস ডে’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপহার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখার সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরমচাল লুমডনবক মিশনের সাধারণ সম্পাদক লাভলী সুছিয়াং, দৈনিক যুগান্তর বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, মাধব ও ৭নং খাসিয়া পুঞ্জির মন্ত্রী ওয়ানবর লঃডঃ কিরি, সহকারী মন্ত্রী নলিয়াস বারে, বরমচাল মিশনের প্রতিনিধি মিথুন নাথ, শিশু উন্নয়ন প্রকল্প বরমচালের প্রকল্প কর্মকর্তা পিউস পঃসনা, ইউপি মেম্বার মদন সাহা, সমাজসেবক জমির হোসেন, ৭নং খাসিয়া পুঞ্জি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পাইলট মারলিয়া প্রমুখ।