নিউজ ডেস্কঃ ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে স্যার আবেদের জানাজা হয়। এরপর বেলা পৌনে দুইটার দিকে বনানী কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বাংলাদেশের উন্নয়নের পালাবদলের অন্যতম পথদ্রষ্টা স্যার ফজলে হাসান আবেদ ৮৩ বছর বয়সে গত শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়ে ২৮ নভেম্বর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানাজা শুরু হওয়ার আগে ফজলে হাসান আবেদের ছেলে শামেরান আবেদ বলেন, আমার বাবা সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন। উনি যদি কাউকে দুঃখ দিয়ে থাকেন আপনারা ক্ষমা করে দেবেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টা থেকে স্যার আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে রাখা হয়। সেখানে শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
এরপর জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ স্যার আবেদকে শ্রদ্ধা জানাতে আজ জড়ো হন আর্মি স্টেডিয়ামে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে স্যার আবেদের জানাজা হয়। এরপর বেলা পৌনে দুইটার দিকে বনানী কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বাংলাদেশের উন্নয়নের পালাবদলের অন্যতম পথদ্রষ্টা স্যার ফজলে হাসান আবেদ ৮৩ বছর বয়সে গত শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়ে ২৮ নভেম্বর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানাজা শুরু হওয়ার আগে ফজলে হাসান আবেদের ছেলে শামেরান আবেদ বলেন, আমার বাবা সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন। উনি যদি কাউকে দুঃখ দিয়ে থাকেন আপনারা ক্ষমা করে দেবেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টা থেকে স্যার আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে রাখা হয়। সেখানে শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
এরপর জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ স্যার আবেদকে শ্রদ্ধা জানাতে আজ জড়ো হন আর্মি স্টেডিয়ামে।