শ্রীমঙ্গলে ৪১ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস


বিশেষ প্রতিনিধিঃ শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আটককৃত ১৬,৫০,০০০টি নাসির পাতার বিড়ি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে পর্ষদের মাধ্যমে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

২২ ডিসেম্বর রবিবার দুপুরে উক্ত অনুষ্ঠানে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম (বার), কাষ্টম কর্মকর্তা সজল কান্তি দাশ, শ্রীমঙ্গল থানা পুলিশ ইন্সিপেক্টর আল আমীন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।

এ ছাড়াও স্থানীয় উপজেলা প্রশাসন, কাষ্টম্স বিভাগ ও পুলিশ প্রশাসনের অনান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দউপস্থিত ছিলেন। আটককৃত বিড়ির মোট মূল্য ৪১ লক্ষ ২৫ হাজার টাকা।

Post a Comment

Previous Post Next Post