বৃহস্পতিবার আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি


অনলাইন ডেস্কঃ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের পূর্ণাঙ্গ কমিটি আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঘোষণা করা হবে।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নতুন সভাপতিমন্ডলীর প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রী পদে থাকা নেতারা দলের কেন্দ্রীয় কমিটিতে থাকবেন কিনা সে বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে। ’ এ সময় দলের সভাপতিমন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২১ ডিসেম্বর দলটির ২১তম জাতীয় কাউন্সিল অধিবেশনে দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post