দেশের সর্বনিম্ন তাপমাত্রা৯ দশমিক ২ ডিগ্রি


অনলাইন ডেস্কঃ ক্রমাগত হ্রাস পাচ্ছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা। হিমালয়ের হিম বাতাসের কারণে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। 

পঞ্চগড়ে কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃদু শৈত্য প্রবাহ। শীতের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। দিনরাত ঘন কুয়াশায় ঢেকে থাকছে আকাশ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে প্রাথমিকভাবে সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 
এর আগে, রবিবার (২২ ডিসেম্বর) সকালে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও সোমবার তা বেড়ে ১২ দশমিক ২ ডিগ্রিতে চলে যায়। এবার আবারও তা কমে দেশের মধ্যে সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।-বিডি-প্রতিদিন

Post a Comment

Previous Post Next Post