শ্রীমঙ্গল সরকারী কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব


বিশেষ প্রতিনিধিঃ আনন্দ উৎসবের মধ্যদিয়ে মৌলভীবাজারেরে শ্রীমঙ্গল সরকারী কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে।

২৮ ডিসেম্বর শনিবার দুপুরে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী মোস্তফা জামান আব্বাসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সাংসদ ড. উপাধক্ষ্য আব্দুস শহীদ।

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে কার্যক্রম শুরু হওয়ার পর প্রথমেই কলেজের শিক্ষার্থী যাঁদের প্রয়ান হয়েছে তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।

রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক চিরকুট ব্যান্ডের পিন্টু ঘোষ, ডলি সায়ন্তনীসহ প্রখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক সৈয়দ মনসুরুল হক বলেন, ‘এসো মিলি প্রাণের মেলায়’ শ্লোগানকে সামনে নিয়ে আমরা ৫০ বছরের শিক্ষার্থীদের নিয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করেছি। শ্রীমঙ্গল সরকারি কলেজ এই অঞ্চলের প্রাচীন বিদ্যাপীঠ। এ বছর এই কলেজটি পঞ্চাশ বছর পূর্তি হলো। উৎসবে দেশ ও বিদেশের কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী এ উৎসবে মিলিত হয়েছেন।

Post a Comment

Previous Post Next Post