মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


স্টাফ রিপোটার: সারাদেশের ন্যায় মৌলভীবাজারে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার মুক্তিযোদ্বা সংগঠন,আওয়ামীলীগ, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ। এছাড়া বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট তানিয়া সুলতানা, সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবির চৌধুরী, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজমল হোসেন, জেলা মুক্তিযোদ্ধ কমান্ডার জামাল উদ্দিনসহ অনেকে।

বক্তারা বলেন, স্বাধীণতা বিরোধী যুদ্বাপরাধীরা এখনো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় রয়েছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।

Post a Comment

Previous Post Next Post