কুলাউড়ায় জেএসসিতে পাশের হার ৯৩.২০%, জিপিএ-৫ ১৫৭টি,


স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে.এস.সি) পরীক্ষায় ১৫৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। উপজেলার ৪৩টি মাধ্যমিক স্কুল ও ১৭টি মাদ্রাসার মধ্যে ৭টি স্কুল ও ১টি মাদ্রাসা শতভাগ সাফল্যে অর্জন করেছে। মাধ্যমিক পর্যায়ে ৪৩টি প্রতিষ্ঠানের মোট ৬২৯৩ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৮৫৪ জন। পাশের হার শতকরা ৯৩.২০%। মাদ্রাসা পর্যায়ে মোট ১২৫১ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১৫৯ জন। পাশের হার শতকরা ৯২.৬৫%।
মাধ্যমিক পর্যায়ে শতভাগ পাশ করেছে ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়, মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রিন্সিপাল খলিলুল্লাহ একাডেমী, ছকাপন স্কুল এন্ড কলেজ, হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়। এদিকে মাদ্রাসা পর্যায়ে শতভাগ ফলাফল করেছে ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা।
 
উপজেলা পর্যায়ে জেএসসিতে জিপিএ-৫ এর ভিত্তিতে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ ২৪ টি এ প্লাস পেয়েছে। এ বিদ্যালয়ে মোট ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৩৭ জন। পাশের হার শতকরা ৯২.৫৭%। 
নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় সর্বোচ্চ ১৮ টি এ প্লাস পেয়েছে। এ বিদ্যালয়ে মোট ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৪০ জন। পাশের হার শতকরা ৯৭.৯৬%। 
শ্রীপুর উচ্চ বিদ্যালয় তৃতীয় সর্বোচ্চ ১১ টি এ প্লাস পেয়েছে। এ বিদ্যালয়ে মোট ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩৪ জন। পাশের হার শতকরা ৯৯.২৬%।

Post a Comment

Previous Post Next Post