মৌলভীবাজারে কিশোরীদের কারিগরি প্রশিক্ষণ


স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস, খাদ্যের কথা ভাবলে পুষ্টি কথা আগে, এই লক্ষ্যে কর্ম সংস্থান তৈরীতে মৌলভীবাজারে কিশোরীদের কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর মঙ্গলবার স্থানীয় এফআইডিবি প্রশিক্ষন হল রুমে  সিএনআরএস- সুচনা কর্মসুচি মৌলভীবাজার সদর উপজেলার আয়োজনে (১০-৩০নভেম্বর) ২০দিন ব্যাপী কিশোরীদের কারিগরি প্রশিক্ষণ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন হবিগঞ্জ -মৌলভীবাজার আসনের (সংরক্ষিত) সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।  সুচনা কর্মসুচি মৌলভীবাজার সদর উপজেলা ব্যবস্থাপক আবু আসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এফআইডিবি পরিচালক ইহাইয়া বেলাল,পুষ্টি বিষয়ক অফিসার আলতাফুর রহমান, সুচনা গর্ভন্যান্স অফিসার ওয়াহিদুজ্জামান, ব্যাক ওয়াশ স্যানিটেশন কর্মসচির জেলা ব্যবস্থাপক সুলতানা আক্তার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

সুচনা প্রকল্পের আওতায় নানা উন্নয়ন প্রকল্পে দক্ষ জনশক্তি তৈরী করে তাদের কর্মসংস্থান সৃষ্টি করাল লক্ষ্যে জেলার কিশোরীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হবে । জেলার  ৩০জন  কিশোরী এ প্রশিক্ষণে অংশ গ্রহন করছে। কিশোরীগণ কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করে কর্মসংস্থান তৈরী করতে আগ্রহী তারা। বক্তরা বলেন মাদক সেবন,সন্ত্রাস,বেকার জীবনের অভিশাপ থেকে মুক্ত করতে স্থানীয় ভাবে কারিগরি শিক্ষা শিক্ষিত হলে পুষ্টি,মাতৃস্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য অপরাধ প্রবনতা,নারী নির্যাতন,পারিবারিক কলহ দূর হবে সমাজ থেকে। এ সকল প্রশিক্ষণে দক্ষ জনশক্তি তৈরী করতে পারলে সমাজে তাদের কর্মসংস্থান তৈরী হবে।

Post a Comment

Previous Post Next Post