মৌলভীবাজারে কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করণ মতবিনিময় সভা


স্টাফ রিপোর্টার: গণসাক্ষরতা অভিযান ও রেডিও পল্লীকন্ঠ এফএম এর যৌথ উদ্যাগে কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করণ শীর্ষক কার্যক্রমের অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
২৪ নভেম্বর রোববার মৌলভীবাজার পৌরসভার বোর্ড রুমে রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান এর পরিচালনায় ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ ( সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা আসন -১১ এর সংসদ সদস্য আরমা দত্ত, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, প্রোগ্রাম ম্যানেজার মোঃ আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post