মোস্তাফিজকে যে পরামর্শ দিলেন ইরফান


স্পোর্টস ডেস্ক: বিস্ময় পেসার মোস্তাফিজুর রহমান দিন দিন হারিয়ে যাচ্ছেন। তার বলের গতি কমে গেছে। কাটার আগের মতো কার্যকর হচ্ছে না। লাইন লেন্থও ঠিক নেই। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচেই অনেক রান বিলিয়েছেন মোস্তাফিজ। উইকেট নিতে পারেননি একটিও। ভারতীয় পেসার ইরফান পাঠান মোস্তাফিজকে ভালো করার উপায় বাতলে দিলেন।

সংবাদমাধ্যমকে বাঁহাতি পেসার ইরফান বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, মোস্তাফিজকে আরেকটু ফুলার লেন্থে বল করতে হবে। ক্যারিয়ারের অধিকাংশ উইকেটে সে এই লেন্থে বল করেই পেয়েছে।

ফুলার লেন্থে তার বলে বেশি বৈচিত্র আসে। আর সে ভারসাম্য রাখতে পারছে না। সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। তাকে এটা নিয়েও কাজ করতে হবে।’

লেন্থ ঠিক রেখে বল করলে স্বরূপে ফিরবেন মোস্তাফিজ- এমনটা বিশ্বাস করেন ইরফান। তিনি বলেন, ‘আপনি যেখানেই আন্তর্জাতিক ক্রিকেট খেলুন না কেন পিচ ফ্ল্যাট থাকে। যে পিচে খেলবেন সেখানে ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে আপনার কিছু বৈচিত্র থাকা প্রয়োজন। যে কোনো কন্ডিশনে কার্যকরি হওয়ার নিশ্চয়তা থাকতে হবে। মোস্তাফিজের মেধা আছে। কাজেই সঠিক লেন্থে বল করলে আমার বিশ্বাস সে আবারো ভালো করবে।’

আজ ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। ২২শে নভেম্বর কলকাতায় শুরু হবে দিবারাত্রির টেস্ট।

Post a Comment

Previous Post Next Post