কমলগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মিলন, সম্পাদক আজাদ

কমলগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ ১৫ বছর পর শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান আসলম ইকবাল মিলন সভাপতি ও এ্যাড.এ এস এম আজাদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সম্মেলন পরবর্তী কাউন্সিলে আলাপ-আলোচনার মাধ্যমে এই কমিটি নির্বাচন করা হয়। সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ এমপি রাত ১০টায় এ কমিটি ঘোষণা দেন।

কমিটিতে এতে সহ-সভাপতি নির্বাচিত হন আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন।

এর আগে দীর্ঘ ১৫ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান প্রমুখ।

আগামী ৯ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রধান করা হয়।

Post a Comment

Previous Post Next Post