নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন আয়োজিত আসন্ন ক্রিকেট লীগের প্রথম পর্বে রানার্স আপ দলগুলোকে বাদ না দেয়ার দাবি জানিয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো। গত ১৮ নভেম্বর কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের বরাবর এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ২৩ টি দল লিখিত পত্রের মাধ্যমে এ আবেদন জানায়।
জানা যায়, আসন্ন মৌসুমে ক্রীকেট টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে সম্প্রতি প্লেয়ার্স ও ক্লাবগুলোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন। এবারের টুর্নামেন্টে মোট ৫৪ টি দল অংশ নিচ্ছে ১৮ টি গ্রুপে। লটারীর মাধ্যমে এসকল গ্রুপ নির্ধারণ করা হয়। প্রথম পর্বে প্রতিটি গ্রুপ থেকে বিজয়ী দল শুধু দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পাবে। এতে প্রথম পর্ব থেকে টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দুই তৃতীয়াংশ দল বাদ পড়বে এবং টুর্ণামেন্টের আকর্ষণ কমে যাবে। তাই অংশগ্রহণকারী অধিকাংশ দল প্রথম পর্ব থেকে বিজয়ী ও রানার্স আপ দলগুলোকে দ্বিতীয় পর্বে খেলার সুযোগ দানের জন্য সিপিএর সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে একটি আবেদন দিয়েছে।
অংশগ্রহণকারী দলগুলোর প্লেয়ার্সদের দাবি প্রথম পর্ব থেকে ১৮ টি বিজয়ী দল ছাড়া বাকি অধিকাংশ দল যদি বাদ পড়ে তাহলে খেলার মূল আকর্ষণ ও প্রতিযোগিতা তেমন থাকবেনা। তাছাড়াও একটি দল প্রথম পর্বে মাত্র দুটি খেলায় অংশ নিতে পারবে। এতে নবীন ও প্রতিভাবান অনেক ক্রিকেটার তাদের প্রতিভা বিকাশের সুযোগ হারাবে। নতুন ক্রিকেটার সৃষ্টিতেও ব্যাঘাত ঘটবে। তাই আমাদের অনুরোধ সিপিএ’র সংশ্লিষ্ট দায়িত্বরতদের কাছে বিষয়টি বিবেচনাপূর্বক প্রথম পর্বে বিজয়ী দলের সাথে রানার্স আপ দলকেও ২য় পর্বে খেলার সুযোগ প্রদান করবেন।