জুড়ীতে গলাকাটা লাশ উদ্ধার,আটক ১


বিশেষ প্রতিনিধিঃ জুড়ীতে নিখিল বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকান্ডের ৬ঘন্টার মধ্যে অভিযুক্ত রিপন বিশ্বাসকে (২৫) শুক্রবার ১৫ নভেম্বর রাত ১টায় তার বাড়ী থেকে আটক করেছে পুলিশ। এ সময় হত্যার কাজে ব্যবহৃত দা ও কাপড় উদ্ধার করা হয়েছে ।

পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নিখিল বিশ্বাসের পুত্র অর্জুন বিশ্বাস (২৫) একই গ্রামের নরেশ বিশ্বাসের পুত্র রিপন বিশ্বাসের সাথে দীর্ঘদিন থেকে চলাফেরা করতেন। রিপন প্রায় দিন অর্জুনকে বিভিন্ন স্থানে দিন মজুরের কাজে নিতেন। এক সাথে চলার সুবাদে দু’জনই মদ পান করতেন। এ নিয়ে নিখিল বিশ্বাস তার ছেলের সাথে ঘুরাফেরা না করার জন্য রিপনকে বাধা দিতেন।

শুক্রবার বিকালে স্থানীয় কুচাই বাজারে এ নিয়ে রিপনের সাথে নিখিলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপনের গলা টিপে ধরে নিখিল। এসময় উপস্থিত লোকজন তাদের ছাড়িয়ে দেন। এতে রাগান্বিত হয়ে রিপন বাড়ী চলে যায়। বাড়ী থেকে দা নিয়ে রাস্তায় ওৎ পেতে থাকে। সন্ধ্যার পরে নিখিল বাড়ী ফেরার সময় রিপন তাকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত আটটায় পাহাড়ি ছড়া থেকে নিখিলের লাশ উদ্ধার করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিখিলের মাথা, ঘাড় ও কপালে একাধিক ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ঘটনার পর পুলিশী অনুসন্ধানে হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং হত্যার অভিযুক্ত রিপনকে আটক করা হয়। নিখিলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং রিপনকে আদালতে প্রেরণ করা হয়েছে ।

Post a Comment

Previous Post Next Post