গোলাপি বল আম্পায়ারদের জন্যও কঠিন পরীক্ষা: টফেল


স্পোর্টস ডেস্কঃ ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হতে হচ্ছে ভারত-বাংলাদেশ গোলাপি টেস্ট ম্যাচ। এই টেস্টে শুধু ব্যাটসম্যান নয়, রাতে গোলাপি বল দেখতে সমস্যায় পড়তে পারেন আম্পায়াররাও। মত প্রাক্তন অস্ট্রেলীয় আম্পায়ার সাইমন টফেলের।

গোলাপি বলে অ্যাডিলেডে হওয়া প্রথম টেস্টে টফেল কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন। মঙ্গলবার তিনি জানিয়েছেন, গোলাপি বল ভাল করে দেখতে আম্পায়াররা প্রয়োজনে কৃত্রিম লেন্সের সাহায্য নিতে পারেন।

টফেলের মন্তব্য, ‘‘জানি না ওরা (আম্পায়াররা) বলকে আলাদাভাবে দেখতে বিশেষ লেন্স চোখে নেবে কি না। সেটা পুরোপুরি ওদের ব্যাপার। ওদের উচিত নেটে ক্রিকেটারদের অনুশীলনের সময়ও যত বেশি সম্ভব হাজির থাকা।’’
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা আম্পায়ার আরও বলেছেন, ‘‘নেটে অনেকটা সময় কাটালে আম্পায়াররা গোলাপি বল দেখার ব্যাপারে অভ্যস্ত হবে। ক্রিকেটে ঠিক সময়ে ঠিক জিনিস দেখা একটা বড় ব্যাপার। নেটে সময় দিলে ওদের আত্মবিশ্বাস বেড়ে যাবে।’’

টফেল যোগ করেন, ‘‘গোধূলিতে আলোয় পরবর্তন হয়। উজ্জ্বল সূর্যের আলো থেকে নৈশালোকে খেলা শুরু হয়। এই সময় গোলাপি বলে খেলা ব্যাটসম্যানদের পরীক্ষা। আম্পায়ারদের ক্ষেত্রেও এই একই কথা খাটে। ব্যাট করার মতোই তখন কঠিন হয় ম্যাচ পরিচালনা করা।’’

টফেল ভারতে এসেছেন নিজের বইয়ের প্রচারে। ইডেনে গোলাপি বলে টেস্ট চলার সময় তার হাজির থাকার কথা রয়েছে। 

Post a Comment

Previous Post Next Post