বড়লেখায় পানির ফিল্টার ও আর্থিক সহযোগীতা প্রদান


মোঃ ইবাদুর রহমান জাকির: বড়লেখা মানবসেবা সংস্থার ব্যবস্থাপনায় বড়লেখার ভিন্ন মসজিদে পানির ফিল্টার বিতরণের অংশ হিসাবে উপজেলা চও্বর জামে মসজিদ প্রাঙ্গণে ইমামের হাতে পানির ফিল্টার তুলে সেবা সংস্থার নেতৃবৃন্দ।
দক্ষিণভাগ ইউনিয়নের দোহালিয়া গ্রামের আর্থিক অসচ্ছল সাইফুল ইসলামের কন্যা সন্তানের উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য ২লক্ষ টাকা প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে বৃত্তবানদের প্রতি সহযোগিতার আহবান প্রকাশ হলে, মানবসেবা সংস্থা'র পক্ষ থেকে সংস্থার দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ ও দেশ বিদেশে অবস্থানরত সম্মানিত শুভাকাঙ্ক্ষী ও দাতা সদস্যদের উদ্যোগে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।  বড়লেখা মানব সংস্থার নেতৃবৃন্দ টাকা তুলে দেন সাইফুল ইসলামের (কন্যা বাবার) হাতে। এ সময় উপস্থিত ছিলেন, কুয়েত প্রবাসী দেলোয়ার হোসেন, ছাত্রনেতা ছিদ্রাতুল কাদের আবির, সাবেক সভাপতি বড়লেখা পৌর ছাত্রলীগ তুহিন আহমদ, বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মেদ শুভ, শুভাকাঙ্ক্ষী জুনেদ আহমদ, জবরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ আহমদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post