টস জয়ে শুরু বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ


স্পোর্টস ডেস্ক: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে টস জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক।

মমিনুল হক জানালেন, ব্যাটিং করবে বাংলাদেশ। টসের সময় ভারত অধিনায়ক বিরাট কোহলি জানালেন, টস জিতলে তারা আগে বোলিংই নিতেন।

যদিও টেলিভিশনে সুনীল গাভাস্কার বললেন, “এটি সাহসী সিদ্ধান্ত। শুরুর সময়টা দারুণ সতর্ক থাকতে হবে তাদের, কারণ ভারতের পেস আক্রমণ দুর্দান্ত।”

টসের সময় নিজের সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিয়ে মমিনুল জানালেন, “উইকেট একটু শক্ত আছে, বল আসবে ব্যাটে। ম্যাচের পরের দিকে উইকেট ভাঙতে পারে।”

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর দায়িত্ব দেওয়া হয়েছে মমিনুলকে। টেস্ট সহ-অধিনায়ক যদিও ছিলেন মাহমুদউল্লাহ, গত ২ বছরে নানান সময়ে সাকিবের অনুপস্থিতিতে ৬টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তবে বিসিবি জানিয়েছিল, ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা নেতৃত্ব দিয়েছে মমিনুলকে।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে মমিনুলের। নানা সময়ে বিসিবি একাদশ ও বাংলাদেশ ‘এ’ দলকেও দিয়েছেন নেতৃত্ব। কিছুদিন আগে বাংলাদেশ ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরেও মমিনুল ছিলেন অধিনায়ক।

ইন্দোর টেস্ট দিয়েই শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পথচলা। সম্ভাব্য কঠিনতম চ্যালেঞ্জ দিয়েই শুরু হচ্ছে টেস্ট শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশের যাত্রা। টেস্ট র‍্যাঙ্কিংয়ে যেমন শীর্ষে ভারত, তেমনি টেস্ট চ্যাম্পিয়নশিপেও ৫ ম্যাচে ৫ জয়ে পূর্ণ ২৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিশচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।

Post a Comment

Previous Post Next Post