কুলাউড়া আনন্দ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সাফল্য


বিশেষ প্রতিনিধিঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কুলাউড়ায় আগমনরে শতবর্ষ বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় কুলাউড়া আনন্দ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা কৃতিত্বের ধারবাহিকতা রেখেছে। কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে গত ৩ নভেম্বর আয়োজিত চিত্রাংকন, রবীন্দ্র সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আনন্দ বিদ্যাপীঠের ১০জন ছাত্র ছাত্রী অংশ নিয়ে সবাই কৃতিত্বের সাথে পুরস্কার লাভ করেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন অনুশী পাল ৪র্থ শ্রেণী, মাহবীর মজিদ, নিলয় মজুম দার, রুপম দাস ৩য় শ্রেণী, সংহতা দেব রুপা, দীপ্তা পাল, অনুপমা দেব প্রমি (ক শাখা) অর্চি দেব ১ম শ্রেণী, মেহজাবিন বারী ইয়ামিন নার্সারী।

উল্লেখ্য ছাত্র ছাত্রীরা পুরস্কার লাভ করায় স্কুলের রবীন্দ্রনাথ ঠাকুর শত বার্ষিকী উৎযাপন কমিটির আহবায়ক সাবেক সচিব আব্দুর রউফ ও সংশ্লিস্ট সকলকে আনন্দ বিদ্যাপীঠ এর অধ্যক্ষ ধন্যবাদ জানান।

Post a Comment

Previous Post Next Post