সিন্ডিকেট
- জোবায়দা আক্তার জবা
চারপাশে হুড়োহুড়ি
পেঁয়াজের জারিজুরি,
চলল দামের বাড়াবাড়ি।
কিছুদিন খেতে হল অল্প
অবশেষে পথ এল বিকল্প।
ফেসবুকের বাহাদুরি
কি আর করবে দিনভিখারী।
লবনের জল্পনা
ঝাঁজ তার কম না
গুজবের রাজহাঁস
করছে বুক হাস ফাঁস।
আজ নয় আগামীকাল
ফুরোবে ভাতের চাল
কৃষকের নেই মান
আবাদি জমি খান খান।
একজন বঙ্গকন্যা
বাকি সব দুর্নিতীর বন্যা
একহাতে ধরলে হাল
দেশ হবে বেসামাল।
জাতির পিতার সোনার বাংলা
চলছে তার উপর অবৈধ হামলা।
এত স্বপ্ন সাধের জনগন
হও আজই সচেতন
নিজে বাড়িয়ে হাতটা
রক্ষা করো দেশটা।