আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে জন্মদিন উদযাপন করলেন না জেমস


বিনোদন ডেস্ক: আজ (২ অক্টোবর) নগর বাউল জেমসের জন্মদিন। প্রতি বছর এই দিনে জেমস নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন পালন করেন জেমস। তবে এ বছর নিজের জন্মদিন পালন করলেন না তিনি।

গেল বছর ১৮ অক্টোবর জেমস তার দীর্ঘদিনের সাথী ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে হারান। মন ভাল নেই তার। তাই আইয়ুব বাচ্চু প্রতি শ্রদ্ধা জানিয়ে এবছর জন্মদিন পালন করছেন না তিনি।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর দিন জেমস ছিলেন ঢাকার বাইরে কনসার্ট নিয়ে ব্যস্ত। বাচ্চুর মৃত্যুর খবর পাওয়ার পর কনসার্টে কাঁদতে কাঁদতে গিটার বাজাতে দেখা গেছে তাকে। সে সময় তিনি আইয়ুব বাচ্চু আর তার বন্ধুত্ব প্রসঙ্গে বলেছিলেন, বাচ্চুর সঙ্গে তার আত্মিক সম্পর্কটা কেমন তা তারাই শুধু জানেন।

জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘এবার জন্মদিনে কোনো আয়োজন করছেন না জেমস ভাই। আমাদের লিজেন্ড আইয়ুব বাচ্চুর শ্রদ্ধায় দিনটি তিনি একা কাটাবেন। বাচ্চু ভাই চলে যাওয়ার পর থেকেই জেমস ভাই বারবার তার কথা মনে করেন। তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাচ্চু ভাইকে হারানোর শোক জেমস ভাই কাটিয়ে উঠতে পারছে না। ওপারে ভালো থাকুন বাচ্চু ভাই।’

জেমস জন্মদিন পালন না করলেও দেশ-বিদেশের তার ভক্তরা ঠিকই উদযাপন করছেন গুরু খ্যাত নগর বাউল জেমস এর জন্মদিন।

Post a Comment

Previous Post Next Post