কুলাউড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ উদযাপন কমিটির জরুরী সভা


স্টাফ রিপোর্টারঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৌলভীবাজারের কুলাউড়ায় আগমনে শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান (সাবেক অতিরিক্ত সচিব) এম আব্দুর রউফ এর সভাপতিত্বে ১৮ অক্টোবর শুক্র বার সন্ধ্যায় কুলাউড়া প্রেসক্লাব ভব‌নে শিক্ষকবৃন্দ ও বিভিন্ন উপকমিটির নেতৃবৃন্দের সাথে প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ কুলাউড়া সমিতির সাংগঠিন সম্পাদক ব্যারিষ্টার আবু সাদেক আব্দুল্লাহ, উদযাপন প‌রিষ‌দের সদস্য স‌চিব রুদ্র বীনা সংগীত বিদ্যালয়ের অন্যতম অধ্যক্ষ রজত কান্তি ভট্টাচার্য, সরকারী ক‌লে‌জের উপাধ্যক্ষ আব্দুল হান্না‌ন, উদযাপন প‌রিষ‌দের অন্যতম সদস্য অ্যাড‌ভো‌কেট এ‌টি এম মান্নান, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামিম , পৌর আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক গৌড়া দে, প্রেসক্লাব সভাপতি শাকিল রশীদ চৌধুরী, নবীন চন্দ্র ম‌ডেল উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক ‌মোঃ আ‌মির হো‌সেন, মতছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, রা‌বেয়া আদর্শ সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়‌ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস ছালাম, কৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত সোহেল, আবুসাঈদ মোঃ শফিকুর, ফখরুল ইসলাম, প্রসান্ত কান্ত দত্ত, শামছুন নাহার বেগম, মোঃ নজীব আলী, প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, শিক্ষক জুতি বিকাশ দে, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিপুল চক্রবর্তী, কুলাউড়া ইয়াকুব তাজুল ম‌হিলা ক‌লে‌জের প্রভাষক আব্দুল খা‌লিক, কমিটির অন্যতম বি‌শিষ্ট ক্রীড়া সংগঠক শ‌ফিক মিয়া আ‌ফিয়ান, সংগঠক ও সাংস্কৃ‌তিক কর্মী গোলাম মোস্তফা পা‌বেল, রাউৎগাউ ইউ‌নিয়‌নের সা‌বেক মেম্বার লুৎফুর রহমান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ স‌মি‌তির ক্রীড়া ও সাংস্কৃ‌তিক সম্পাদক সাংবা‌দিক নাজমুল বারী সো‌হেল প্রমুখ।

এছাড়াও আরো অনেক সহকারী শিক্ষক ও উপ কমিটির অনেকেই সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচার‌ণে কুলাউড়ায় আগমন উপল‌ক্ষে আগামী ৪.১১.২০১৯ তারিখে কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধ মাঠে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষে শিক্ষক‌বৃ‌ন্দের সা‌থে শত বছর পূর্তি উদযাপন পরিষদের মত‌বি‌নিময় সভায় সচিব আব্দুর রউফ বলেন আপনাদের সহযোগিতা কামনা করছি এ অনুষ্ঠান সফল করতে আমদের সহযোগিতা প্রয়োজন।

Post a Comment

Previous Post Next Post