বরমচালে মাষ্টার গ্রুপের মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন


বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার বরমচালে ২য় বারের মত 'মাষ্টার গ্রুপ' মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে ২৫ অক্টোবর।

এলাকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে তারুণ্যেভরা মেধাবীদের সৃষ্টি 'মাষ্টার গ্রুপ' বরমচাল (এস এস সি ব্যাচ ২০১১) এর আয়োজনে 'মাষ্টার গ্রুপ' মেধা প্রকল্প ২০১৯খ্রি." এর আওতায় ২য় মেধা বৃত্তি পরীক্ষা উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে আজ ২৫ অক্টোবর শুক্রবার।

মেধা বৃত্তি পরীক্ষা বরমচাল, ব্রাক্ষণবাজার ও ভাটেরা ইউনিয়নের মোট ৬ টি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী ছাত্রছাত্রী এবং বরমচাল ইউনিয়নের মোট ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীসহ সর্বমোট ১৭০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরীক্ষা বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজে সকাল ১০ টা হতে ১১:২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

মেধা বৃত্তি পরীক্ষা পরিদর্শন করতে আসেন বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ইসহাক চৌধুরী ইমরান, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক জনাব উস্তার মিয়া স্যার ও চঞ্চলা মেডামসহ শিক্ষকবৃন্দ, বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আবুল হোসেন খান, বরমচাল হয়রত খন্দকার (রহ) দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মাতাবুর রহমান, নন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপাময় চক্রবর্তী, উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত ঘোষ, এডুকেশন হোমের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মুহিবুর রহমান, অরবিটাল গ্রুপ-ভাটেরার পরিচালক এম এ কাইয়ুম চৌধুরী ও কাওছার আহমেদ মুন্নাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, অন্যান্য স্কুলের শিক্ষকবৃন্দ, বরমচাল ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম রাজিব, স্বেচ্ছায় রক্তদান সংস্থা বরমচাল এর কার্য়করি সদস্যবৃন্দ, মাধবপুর স্বেচ্ছাসেবক সংস্থা এর কার্য়করি সদস্যবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।।

'মাষ্টার গ্রুপ' এর মেধা বৃত্তি পরিক্ষা পরিদর্শন করতে আশা অতিথিরা বলেন, উক্ত বৃত্তি পরীক্ষা একটি ব্যতিক্রমধর্মী বৃত্তি পরীক্ষা যা ভবিষ্যতে ছাত্রছাত্রীদের উত্তম পাঠদানে মূখ্যভূমিকা পালন করবে।
'মাষ্টার গ্রুপ' এর সদস্যরা জানান, পরিক্ষার ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে। প্রত্যেক স্কুল থেকে একজন করে পরীক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। তাছাড়া সর্বোচ্চ নম্বরদারি পরীক্ষার্থীদের মধ্য থেকে ট্যালেন্টপুল বৃত্তি প্রদান করা হবে।

Post a Comment

Previous Post Next Post