জাতীয় লীগে ইমরুল কায়েসের ডাবল সেঞ্চুরি


স্পোর্টস ডেস্ক: জাতীয় লিগে সেঞ্চুরি করেছেন জাতীয় দল থেকে বহুদিন ধরে বাইরে থাকা ওপেনার ইমরুল কায়েস। তার ব্যাট থেকে চলতি লিগের প্রথম সেঞ্চুরি তথা ডাবল সেঞ্চুরি এসেছে। খুলনা বিভাগের হয়ে রংপুরের বিপক্ষে ২০২* রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি ইমরুলের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। তার ব্যাটে ভর করেই রানের পাহাড় গড়তে সক্ষম হয় খুলনা বিভাগ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের প্রথম ইনিংসে করা ২২৭ রানের জবাবে ব্যাট করতে নামে খুলনা বিভাগ।

ইমরুলের সেঞ্চুরির ওপর ভর করে ৯ উইকেটে ৪৫৪ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। এতে ইমরুলের ডাবল সেঞ্চুরি ছাড়াও দুই ওপেনার রবিউল ইসলাম ৭৬ আর ইমরানুজ্জামান ৭১ রানের ইনিংস খেলেন। এছাড়া খুলনার আর কোনো খেলোয়াড়  হাফ সেঞ্চুরি করতে পারেননি।

১৮৩ তম বলে তিন অংক স্পর্শ করেন তিন নম্বরে ব্যাট করতে নামা ইমরুল। আর ১৫০ রানের মাইলফলক পার হন ২৪৫ বলে। এই টপ অর্ডার ব্যাটসম্যানকে থামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না রংপুরের বোলাররা।

ইমরুল এগিয়ে যাচ্ছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি। চা বিরতির পর ৩১১ বলে ১৯ চার এবং ৬ ছক্কায় প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করে ফেলেন ইমরুল। ৩৯৮ মিনিট উইকেটে ছিলেন তিনি।

Post a Comment

Previous Post Next Post