'প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও বাংলাদেশ রোল মডেল'


অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প-এর মতো দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাসে যা যা ব্যবস্থা নেয়া প্রয়োজন ইতিমধ্যে আমরা তা নিয়েছি। আমাদের এসব পদক্ষেপ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এক্ষেত্রে অনেকেই মনে করে বাংলাদেশের কাছ থেকে শেখার আছে। অনেকে আমাদের কাছ থেকে এসব বিষয়ে জানতে চায়। বিশ্বে এখন আমরা শুধু উন্নয়নের রোল মডেল না, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও রোল মডেল।

আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমাদের দেশ দুর্যোগপ্রবণ দেশ। এ দুর্যোগে মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। দুর্যোগে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে তাদের আমি ধণ্যবাদ দিতে চাই। তারা খুবই নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেন।

Post a Comment

Previous Post Next Post