শ্রীমঙ্গল উপজেলা আ.লীগের নেতৃত্বে বেভূল ও ইকবাল


বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জেলা পরিষদ অডিটরিয়ামে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল এবং সাধারণ সম্পাদক হিসেবে সহীদ হোসেন ইকবাল দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন- ইউছুফ  আলী, এম এ মন্নান, জিল্লুল আনাম চৌধুরী, ইমরান আহমেদ চৌধুরী, হরিপদ রায়, বিজয় বুনার্জি, স্বপন রায়, শমসের খাঁন।

যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভ্র দেব, আকরাম খান, এনাম আহমেদ চৌধুরী মামুন।

কমিটির তিন সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু কাওসার লাভলু, বেলায়েত হোসেন, ছালিক আহমেদ। দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন ফয়েজ আহমেদ (দপ্তর সম্পাদক), উফরু মিয়া (ধর্ম বিষয়ক সম্পাদক) । কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-আছকির মিয়া, রনধীর কুমার দেব, আবু শহীদ আব্দুল্লাহ, আব্দুস শহীদ এমপি।
পরবর্তীতে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

শ্রীমঙ্গলে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ। 

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আছকির মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এ মান্নানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয় দায়িত্বে) আহমদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দীন কামরান, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।

Post a Comment

Previous Post Next Post