সৌদি আরবের আরএসএলএফ সেনাদের প্রশিক্ষণ দেবে পাকিস্তান


অনলাইন ডেস্ক: সৌদি আরবের রাজকীয় স্থলবাহিনীর (আরএসএলএফ) সেনাদের প্রশিক্ষণ দেবে পাকিস্তান। এ বিষয়ে অনুষ্ঠিত এক পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

সোমবার রাতে রাওয়ালপিন্ডিতে বাহিনীর সদর দফতরে আয়োজিত সৌদি আরবের রাজকীয় স্থলবাহিনীর (আরএসএলএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ মোহাম্মদ আল মতিয়ারের সাথে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে এক বিবৃতিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানিয়েছে, আরএসএলএফ-এর সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণের বিষয়ে পুনরায় প্রতিশ্রুতি ব্যক্তি করেছেন সেনাপ্রধান।
সৌদি আরবে অস্ত্র রফতানি করে আসছে দেশটির নির্ভরযোগ্য সামরিক ও নিরাপত্তা অংশীদার পাকিস্তান। ১৯৬০-এর দশক থেকে সৌদিতে পাকিস্তানি সেনা অবস্থান করছে। তারা সৌদিকে যে কোনো নিরাপত্তা হুমকি থেকে রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। সূত্র: ডন

Post a Comment

Previous Post Next Post