মহাকাশে নভোচারী পাঠাচ্ছে ইরান


নিউজ ডেস্কঃ মহাকাশে নভোচারী পাঠাচ্ছে ইরান। শনিবার তেহরানে বিশ্ব মহাকাশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি মহাকাশে নভোচারী পাঠানোর ঘোষণা দেন। খবর ইরনার।

তিনি বলেন, ইরানের মহাকাশ সংস্থা অন্যান্য দেশের সহযোগিতায় একজন ইরানি নভোচারীকে মহাকাশে পাঠাবে।

এছাড়া ২০২১ সালের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে যা পৃথিবীর এক মিটার দৈর্ঘ্যের বস্তুকে শনাক্ত করতে পারবে। একইসঙ্গে হাই-রেজ্যুলেশনের ছবি কেন্দ্রে পাঠাবে।

এর আগে ইরানের তথ্য প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী মোর্তজা বারারি আগামী তিন মাসের মধ্যে তিনটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।

Post a Comment

Previous Post Next Post