৮০ কোটি বছর আগের রহস্যজনক হিরা আবিষ্কার


আন্তর্জাতিক ডেস্ক: হিরা পাওয়া মানেই ভাগ্যের ব্যাপার। তবে রাশিয়ার খনি থেকে এবার যে হিরা আবিষ্কার হয়েছে তা বিশ্বের কেউ কখনও দেখেননি। সাইবেরিয়ার একটি খনি থেকে পাওয়া এ হিরার মধ্যে আরও একটি হিরা রয়েছে, যা একেবারে আলাদা এবং নড়াচড়া করে।

রাশিয়ার সরকারি খনন সংস্থা অ্যালরোসা পিজেএসসি জানিয়েছে, হিরাটি সাইবেরিয়ার একটি খনি থেকে উত্তোলন করা হয়েছে। যার বয়স ৮০ কোটি বছরের বেশি হতে পারে।

নতুন এ হিরাটির নাম রাখা হয়েছে রাশিয়ার মাত্রিওস্কা পুতুলের নামে। মাত্রিওস্কা ওই পুতুলের ভেতর পর্যায়ক্রমে সাতটি পুতুল থাকে। তবে উত্তোলন করা এ হিরার মধ্যে সাতটি নয়, একটি হিরাই রয়েছে।

হিরাটির মোট ওজন ০.৬২ ক্যারেট। তার মধ্যে ভেতরের হিরাটির ওজন ০.০২ ক্যারেট। হিরাটি আবিষ্কারের পর বিশেষজ্ঞরা সেটিকে নানাভাবে পরীক্ষা করেছেন। এক্সরেসহ নানা পদ্ধতিতে হিরাটিকে দেখা হয়েছে।

পরীক্ষার পর বিশেষজ্ঞরা মনে করেছেন, প্রথমে ভেতরের ছোট হিরাটি তৈরি হয়, পরবর্তীকালে বাইরের হিরাটি তার চারদিকে গঠন হয়ে যায়। তবে দু’টি হিরের মাঝে কীভাবে বাতাস রয়ে গেল সেটি নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

মাত্রিওস্কা হিরাটি আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জেমোলজিক্যাল ইনস্টিটিউটে পাঠানো হবে বলে জানিয়েছে অ্যালরোসা কর্তৃপক্ষ।

Post a Comment

Previous Post Next Post